Bangla typography Basic | বাংলা টাইপোগ্রাফি যেভাবে শুরু করবেন Copy

Bangla typography Basic for beginners | বাংলা টাইপোগ্রাফি যেভাবে শুরু করবেন

টাইপোগ্রাফি হচ্ছে ডিজাইনের প্রান। দৃষ্টিনন্দন টাইপোগ্রাফি আপনার ডিজাইনকে করে তুলে আরো আকর্ষনীয়। এছাড়া লোগো, পোস্টার, ব্যানার সহ নানা কাজে দৃষ্টিনন্দন বাংলা টাইপোগ্রাফির ব্যবহার দিন দিন বেড়েই চলছে।
প্রচলিত বর্ণমালার সেট বা ফন্ট সেট থেকে বেড়িয়ে এসে, নিজের কাজের জন্য নতুন ভাবে বর্ণ বা বর্নমালা কে সাজানোই হচ্ছে টাইপোগ্রাফি করার মূল উদ্দেশ্য। যা আপনার কাজ অন্যদের থেকে পৃথক করে রাখবে সবসময়।
বাংলা টাইপোগ্রাফি চর্চার এ পথে আমার অর্জিত স্বল্প জ্ঞান, এ ব্লগের মাধ্যমে আলোচনা করছি। যারা একদম নতুন তাদের

হয়তো কিছুটা হলেও উপকারে আসবে।

শুরুটা যেভাবে করব

বাংলা টাইপোগ্রাফি শেখার শুরুতেই আপনাকে বাংলা বর্নমালার উপর একবার চোখ বুলিয়ে নিতে হবে এবং আদর্শলিপি বই থেকে বর্নসমূহকে দেখে দেখে লিখতে হবে। এর কারন এ আদর্শলিপি বইয়ে বিদ্যমান বিদ্যাসাগর বর্নামালার সেটই হচ্ছে আমাদের বর্নমালার ভিত্তি। সুতরাং এ বর্নমালার প্রতিটি বর্নের একটার সাথে আরেকটার কি পার্থক্য, তাদের পরিবর্তনগুলো কেমন, কোন মাত্রা কতটুকু বা কিভাবে দেয়া এসব খুঁটিনাটি বিষয় খুব ভালো করে দেখে প্রাকটিস করতে হবে।
এ ধাপটা চর্চা করা হয়ে গেলে আবার পেন্সিল খাতা নিবেন। নিয়ে এখন বর্নগুলোকে নিজের মতো করে ভাঙতে থাকবেন। ধরুন খ একটি বর্ন। সে খ টাকে আপনি কতভাবে ও কত স্টাইলে লিখতে পারেন? সেটা প্রাকটিস করবেন তবে খেয়াল রাখবেন বর্নটা দেখে যেন বুঝা যায়। বোধগম্যতা না থাকলে টাইপোগ্রাফির স্বার্থকতা নষ্ট হয়।।

প্রাকটিস যেভাবে করবেন?

উপরের ধাপদুটি শেষ করার পর আপনার কাজ হবে কিছু টাইপোগ্রাফি কাজ কপি করা। অর্থাৎ কিছু পছন্দের টাইপোগ্রাফি বা লেটারিং এর কাজ সংগ্রহ করে সেগুলো কপি করবেন।

পিসি না থাকলে কাগজে কলমে শুধুমাত্র টাইপোগ্রাফিটি করবেন এবং পিসি থাকলে পুরোটাই দেখে দেখে করার চেষ্টা করবেন ( যদি ইলাস্ট্রেটর বা ফটোশপ থাকে) ।তাছাড়া মোবাইলের মাধ্যমে ও কাজ করতে পারবেন। মোবাইলে লেটারিং বা টাইপোগ্রাফির কাজ নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সেখান থেকে দেখেও করতে পারেন।।
তো এভাবে কিছু কাজ করলে আপনার মাঝে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি কাজের প্রক্রিয়াগুলোও বুঝতে পারবেন।